নিউজ ডেস্ক: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন — যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে থাকবে সরকার। তবে মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসে বিশেষ সন্তুষ্ট হতে পারেননি বহু চাকরিহারা। তাঁদের আন্দোলন জারি রয়েছে জেলায় জেলায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে সেই আন্দোলন আরও তীব্র রূপ নেয়।
সকালে মেদিনীপুর কলেজের কলেজিয়েট মাঠ থেকে শতাধিক চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা মিছিল করে পৌঁছন কালেক্টরেটের সামনে। মিছিল থেকে স্লোগান ওঠে — “সিভিক হতে চাই না, আমাদের সম্মানের চাকরি ফেরাও।” প্রায় আধঘণ্টা ধরে তাঁরা কালেক্টরেট রোডে মানববন্ধন ও পথ অবরোধ করেন।
এরপর বেলা সাড়ে ১২টা নাগাদ মিছিল করে তাঁরা পৌঁছে যান ডিআই অফিসের সামনে। অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। সেই সময় অফিসের ভিতরে ডিআই না থাকলেও উপস্থিত ছিলেন অন্যান্য কর্মীরা। তালা পড়ে যাওয়ায় তাঁরা অফিসের ভিতরে আটকে পড়েন। বাইরে কেউ ঢুকতে পারছে না, আবার ভিতর থেকেও কেউ বেরোতে পারছে না।
চাকরিহারাদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা পর্যাপ্ত নয়। যতদিন তাঁদের ন্যায্য সম্মানের চাকরি ফিরিয়ে না দেওয়া হবে, ততদিন আন্দোলন চলবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তাঁরা।এই ঘটনায় প্রশাসনিক অস্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালালেও এখনও পর্যন্ত তালা খোলেনি ডিআই অফিসের গেট। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।