নিউজ ডেস্ক: তীব্র গরমে নাজেহাল অবস্থা সমগ্র দক্ষিণবঙ্গে, শহর থেকে জেলা সর্বত্রই অত্যধিক গরম। তবে, দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনের মধ্যে ২-৩ ডিগ্রি পারদ-পতনের পূর্বাভাস (Weather Update) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কমবে গরমও। সেই সঙ্গে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
বুধবার সকালে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯০ শতাংশ। মঙ্গলবারের তুলনায় বুধবার বেশ কিছুটা কমেছে নূন্যতম তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আজ, বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। সপ্তাহান্তে বৃদ্ধি পেতে পারে বৃষ্টি।
আরও পড়ুন: সুপারনিউমেরারি পদ মামলায় স্বস্তি পেল রাজ্য , সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সপ্তাহান্তে ঝড়-বৃষ্টি বাড়বে।