নিউজ ডেস্ক: নতুন অর্থবর্ষের প্রথম আর্থিক নীতি কমিটির (MPC) বৈঠকে বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার(RBI)। বুধবার এমপিসি-র বৈঠকের পর আরবিআইয়ের গর্ভনর সঞ্জয় মালহোত্রা জানালেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ৬.২৫ শতাংশ থেকে রেপো রেট কমে হল ৬ শতাংশ। এদিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হল বলে আরবিআইয়ের গভর্নর জানিয়েছেন।
আরবিআই রেপো রেট (Repo Rate) কমানোয় বাড়ি এবং গাড়ির ঋণে মাসিক কিস্তি কমতে পারে বলে অনুমান আর্থিক বিশ্লেষকদের। যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত ঋণে সুদের হার কমে। এর জেরে স্বস্তি পাবে ব্যাঙ্ক ঋণ নেওয়া আমজনতা। কমবে তাদের মাসিক কিস্তির অঙ্ক। সে কারণে ঋণ গ্রহণকারীর মুখে হাসি ফুটেছে।