নিউজ ডেস্ক: আর নয় নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স। এবার থেকে নতুন ঠিকানায় সিবিআই। নিউটাউনে এনবিসিসি স্কোয়ার নামের ঝাঁ চকচকে বহুতল সিবিআই কলকাতা শাখার নতুন ঠিকানা হতে চলেছে। ১৪ তলা ওই বহুতলের ৪টি তলেই হচ্ছে নতুন সিবিআই অফিস। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে নতুন অফিসে বসে তদন্ত শুরু বাংলা নববর্ষ থেকেই।
গত কয়েকদিন ধরেই নিজাম প্যালেস থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র সরানো হচ্ছে নতুন অফিসে। সিবিআই অফিসার থেকে সব স্তরের কর্মীরা ব্যস্ত নতুন অফিস গোছাতে। সব জিনিসপত্র যাতে নতুন অফিসে যায় তা নিশ্চিত করার কাজ চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।