নিউজ ডেস্ক: অভিযোগের বহরে বিরক্ত কলকাতা পুরসভা। তাই কলকাতায় বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে এবার বড়সড় বদল নিয়ে এল কলকাতা পুরসভা। গর্ত না করে ভেঙে ফেলতে হবে গোটা নির্মাণই। এমনই নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে।
এতদিন বেআইনি নির্মাণ ভাঙার সময় দেখা যেত শুধুমাত্র সিলিংয়ের অংশটুকু বড় গর্ত করে দিয়ে চলে আসতেন পুরসভার ডেমোলিশন স্কোয়াডের কর্মীরা। যে ক’টি তল থাকত, সেগুলির প্রতিটি দলের সিলিং বড় বড় করে গর্ত করে দেওয়া হত। কিন্তু এবার থেকে শুধুমাত্র সিলিং গর্ত করলে চলবে না। বেআইনি নির্মাণ সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। এই বিষয়ে এবার কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন জারি করলেন বিজ্ঞপ্তি।