নিউজ ডেস্ক: মোদী সরকারের বড় জয়। অবশেষে আমেরিকা থেকে ভারতে ফেরানো হচ্ছে ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার মূল চক্রী তাহাউর রানাকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমেরিকার সুপ্রিম কোর্ট অভিযুক্তের আবেদন খারিজ করে দিলে ভারতের সামনে খুলে যায় বড় সাফল্যের দরজা। লস্কর-ই-তোইবার এই জঙ্গি নেতাকে নিয়ে আজ রাতেই দিল্লি পৌঁছতে পারে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র প্রতিনিধি দল।
সূত্রের খবর, এনআইএ-র আইজি পদমর্যাদার অফিসার আশিস বাটরা, ডিআইজি জয়া রায় সহ ছয় সদস্যের একটি দল আমেরিকায় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় ‘সারেন্ডার ওয়ারেন্ট’ হাতে নিয়েই তারা রানা-কে নিয়ে ফিরছে। গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
ভারতে আনার পর এনআইএ হেফাজতে নেওয়া হবে রানাকে। দিল্লির তিহার জেল অথবা মুম্বইয়ের আর্থার রোড জেলে তাকে রাখা হতে পারে। দুটি জেলেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত। তিহারে তার জন্য নির্দিষ্ট একটি হাই সিকিউরিটি সেল তৈরি করা হয়েছে। সেলে থাকবে অত্যাধুনিক সিসিটিভি নজরদারি, আলাদা বাথরুম এবং ২৪ ঘণ্টা মনিটরিংয়ের ব্যবস্থা। জেলের নিরাপত্তা ইতিমধ্যেই কয়েক গুণ বাড়ানো হয়েছে।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, রানাকে দিল্লিতে জেরা করা হবে। মুম্বই হামলার ছক, পাকিস্তানের ভূমিকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করবে গোয়েন্দারা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ভারতে।
বিশেষজ্ঞ মহলের মতে, মোদী সরকারের কূটনৈতিক সাফল্যের ইতিহাসে এই প্রত্যর্পণ একটি বড় মাইলফলক। সন্ত্রাসবাদ দমন নীতিতে এটি ভারতের বড় জয় বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।