নিউজ ডেস্ক: এর আগে সিএএ-র (CAA) সময় মুর্শিদাবাদে রেল অবরোধ করে প্রতিবাদ দেখানো হয়েছিল। আর এবার ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধেও একই ভাবে প্রতিবাদে নামলেন অনেকে। এই ঘটনায় বিজেপির অভিযোগ,ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে রেললাইনে নেমে ঘণ্টার পর ঘণ্টা পরিষেবা ব্যাহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) নিমতিতা স্টেশনে।
এ ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে আঙুল তুলেছেন বিজেপির (BJP) মুখপাত্র কেয়া ঘোষ। তাঁর অভিযোগ, ”পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের ফলে রাজ্যের বিভিন্ন স্থানে ওয়াকফ আইনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। মালদার (মুর্শিদাবাদ) নিমতিতা স্টেশনে বিক্ষোভকারীরা ঘণ্টার পর ঘণ্টা ধরে এলাকা অবরোধ করে রেখেছে, “আল্লাহু আকবর” স্লোগান দিচ্ছে এবং ট্রেন চলাচলে বাধা দিচ্ছে। জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। সিএএ বিরোধী বিক্ষোভের সময় – যা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় হয়েছিল – ট্রেনে পাথর ছোঁড়া হয়েছিল, যার ফলে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছিল। আর এবার যদি যাত্রীদের কোনও ক্ষতি হয় বা সাধারণ জনগণ আবারও ভোগান্তিতে পড়েন, তাহলে সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বর্তাবে।”
এদিনের এই রেললাইন অবরোধের দু’টি ভিডিয়ো কেয়া ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার মধ্যে একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, দিনের আলো তখনও আছে। উত্তেজিত একদল জনতা রীতিমতে রেললাইনে দাপাদাপি করছেন। কার্যত রেললাইনের ‘দখল’ নিয়ে তারা পরিষেবা ব্যাহত করছেন। এদিকে অপর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, অন্ধকার নেমেছে। রেললাইনের ওপরে মানুষের ঢল। সেখান দিয়ে কোনও ট্রেন যাওয়ার কোনও উপায় নেই। বিক্ষোভকারী জনতা নানান স্লোগান তুলছেন। সঙ্গে ভারতীয় পাকা নাড়াচ্ছেন কেউ একজন।