নিউজ ডেস্ক: ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতা করতে গিয়ে বীরভূমে তৃণমূলের অন্দরেই ফাটল প্রকাশ্যে। মুরারইয়ে তৃণমূলের মিছিল থেকে দলেরই সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে উঠল স্লোগান — “স্যালাইন এমপি মানছি না, মানব না।” ওয়াকফ বিল পাসের দিন সংসদে অনুপস্থিত ছিলেন শতাব্দী। তাঁর দাবি, অসুস্থতার জন্যই উপস্থিত হতে পারেননি। কিন্তু মুরারইয়ে তৃণমূল কর্মীদের ক্ষোভ বিস্ফোরিত হয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও শতাব্দীর দাবি, যাঁরা স্লোগান দিয়েছেন তাঁরা তৃণমূলের কেউ নন। জেলা নেতৃত্বও ঘটনাকে হালকা করে দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, ওয়াকফ বিল ইস্যুতে এবার কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে?