নিউজ ডেস্ক: কসবার চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি ভবন থেকে বেরিয়ে যোগ্য-অযোগ্য বাছাইয়ের ফর্মুলা সংক্রান্ত নিজের প্রস্তুত করা চিঠি ছিঁড়ে ফেলেন তিনি। জানান, পুলিশের হামলার পর সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে। ৪৮ ঘণ্টার সময়সীমা দিলেন এসএসসি কর্তৃপক্ষকে। সমস্যা মেটাতে না পারলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পুলিশি অভিযানে কসবা, বারাসত, বর্ধমানে চাকরিপ্রার্থীরা আহত হন বলে অভিযোগ। বৈঠক বাতিলে সমস্যার সমাধান আরও জটিল হয়ে উঠল বলে রাজনৈতিক মহলের মত। শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।