নিউজ ডেস্ক: বুধবার কসবায় বিদ্যালয় পরিদর্শকের অফিস (DI Office)-এর সামনে চাকরিহারাদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ নতুন করে তৃণমূল সরকারের স্বৈরাচারী চরিত্রকেই সামনে এনে দিল। পুলিশের এই বর্বর আচরণ ঘিরে রাজ্য জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। চাকরিহারারা শান্তিপূর্ণভাবে তাদের ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করছিলেন। তারা চেয়েছিলেন DI অফিসের ভিতরে গিয়ে তাদের দাবি জানাতে। কিন্তু তৃণমূল সরকারের পুলিশ প্রশাসন সেই গণতান্ত্রিক অধিকারকেই নষ্ট করে দিল। অফিসের সামনে জমায়েত হতেই পুলিশ আপত্তি জানায়। এরপরই চাকরিহারীদের উপর চলে লাঠিচার্জ।
চোখে মুখে জল, গায়ে রক্ত — পুলিশের লাঠির ঘায়ে রাস্তায় লুটিয়ে পড়েন এক শিক্ষক। মহিলাদের উপরেও নির্বিচারে লাঠি চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে আন্দোলনকারীদের তরফে। প্রশ্ন উঠছে, এ কোন সরকার? এ কোন প্রশাসন?
সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, তৃণমূল সরকার ভয় পেয়েছে চাকরিহারাদের আন্দোলনকে। তাই পুলিশের মাধ্যমে গায়ের জোরে আন্দোলন থামাতে চাইছে।
কসবায় যা ঘটল তা রাজ্য রাজনীতির এক অন্ধকার ছবি — যেখানে বেকার, চাকরিহারা, সাধারণ মানুষ তাদের কথা বললেই লাঠি জোটে পুলিশের। চাকরিহারাদের একাংশের দাবি, বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। তাঁদের ছাড়া না হলে এই বিক্ষোভ চলবে।