নিউজ ডেস্ক: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে ফের অশান্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর। মঙ্গলবার দুপুরে জঙ্গিপুরের উমরপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা পুলিশের উপর ইটবৃষ্টি চালায়। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। ছোঁড়া হয় টিয়ার গ্যাস।
ঘটনার জেরে জঙ্গিপুরে ১৬৩ ধারা জারি করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। শুভেন্দুর অভিযোগ, রাজ্য পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। পুলিশ শুধু শাসক দলের ভোটব্যাঙ্ক রক্ষা করতে ব্যস্ত।
এদিকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর অভিযোগ, অনুপ্রবেশের জেরে পশ্চিমবঙ্গের জনসংখ্যার চরিত্র বদলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য শাসনে সম্পূর্ণ ব্যর্থ।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তিনি জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হিংসা ছড়ানো হয়েছে। রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং অশান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা নিতে হবে।এদিকে বুধবারও উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি এলাকা। সেখানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। যানজটের সৃষ্টি হয়। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।