জলপাইগুড়ি: জলের দাবিতে বুধবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বিক্ষোভে শামিল হলেন ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ। কেউ কোলে বাচ্চা নিয়ে, কেউ ছোট সন্তানকে নিয়ে জলের দাবিতে বিক্ষোভে শামিল হন। বুধবার ময়নাগুড়ি ব্লকের লাটিমের বাড়ি এলাকায় জল না পেয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
তাঁদের অভিযোগ, গোটা এলাকায় নেই জল। ফলে ভরসা একমাত্র নদী। নদীর জল দিয়ে সব কাজ করতে হচ্ছে। এলাকায় এখনও পৌঁছয়নি বাড়ি বাড়ি জল। শুকিয়ে গিয়েছে কুয়োও। দীর্ঘদিন ধরেই জলের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা, অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙে বুধবার। এদিন জলের দাবিতে বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারা।