নিউজ ডেস্ক: মালদা-মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়া। চাকুরিহারা শিক্ষকদের আন্দোলনে বুধবার উত্তাল হয়ে ওঠে বাঁকুড়া শহর। এদিন দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ শহরের অন্যতম ব্যস্ত রাস্তায় কলেজ রোডের চার্চ মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন চাকুরিহারা শিক্ষক-শিক্ষিকারা। প্ল্যাকার্ড হাতে গরমের মধ্যেই ছাতা মাথায় দিয়ে রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন তাঁরা। এই অবরোধে স্তব্ধ হয়ে পড়ে কলেজ রোডের যান চলাচল। পথচলতি বহু মানুষও তাঁদের প্রতিবাদে সংহতি জানান।
ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এসে অবরোধ তুলে নিতে অনুরোধ করলেও আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন কোনও আপোস নয়। তাঁদের দাবি, সরকার তাঁদের যোগ্যতা ও সম্মান নিয়ে খেলেছে। এখন আর পিছু হটার সময় নেই , হয় সসম্মানে পূর্ণবহাল, নয়তো দুর্নীতিগ্রস্ত সরকারের পতন ঘটানো হবে।
দুপুর ২টা নাগাদ আন্দোলনকারীরা মিছিল করে পৌঁছান স্কুলডাঙা এলাকার জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল পুলিশ, মহিলা পুলিশ ও র্যাফ। ডিআই অফিসে ঢুকতে বাধা দিলে শুরু হয় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা, যা পরে ধস্তাধস্তিতে রূপ নেয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। চাকুরিহারা শিক্ষকরা চোখে জল নিয়ে লড়াই চালিয়ে যান। তাঁদের মরিয়া মনোভাব এদিন বারবার প্রকাশ পায়। অন্যদিকে, জেলার বিভিন্ন বিডিও অফিস ঘেরাও করে ১১ দফা দাবিতে বামপন্থী শ্রমিক, কৃষক ও ক্ষেতমজুর সংগঠনগুলির সদস্যরা প্রতিবাদে সামিল হন। তাঁদের মূল দাবি ছিল , যোগ্য চাকরিচ্যুতদের সসম্মানে পুনর্বহাল এবং নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি। গোটা জেলা জুড়েই ছড়িয়ে পড়ে উত্তাপ।