নিউজ ডেস্ক: চৈত্রের ভ্যাপসা গরম থেকে অবশেষে স্বস্তি। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিয়েছে আবহাওয়া দফতর। এই বৃষ্টির সঙ্গী হতে পারে দমকা হাওয়া। জানা গেছে, রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমপ্রান্তের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এদিন বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল, শুক্রবার ঝড়বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ছয় জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ছয় জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ে বাতাস বইবে। সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম-এই ছয় জেলায়।
কলকাতায় (Kolkata) সকালে পরিষ্কার আকাশ হলেও বেলায় আংশিক মেঘলা আকাশ। বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতাতেও। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার (Weather Update) চেয়ে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর খুব একটা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিন উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আগামীকাল শুক্রবার থেকে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।