নিউজ ডেস্ক: মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে (Tahawwur Rana) আমেরিকা থেকে আনা হচ্ছে ভারতে। বৃহস্পতিবার বিকেলে তাহাউরকে নিয়ে ভারতে নামবে বিমান, তেমনটাই জানা যাচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারত রানাকে হাতে পেতে চাইছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেছেন, মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ মোদী সরকারের কূটনীতির একটি বড় সাফল্য। জানা যাচ্ছে ভারতে আনার পর মুম্বই সন্ত্রাস হামলায় অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর হোসেন রানাকে তিহাড় জেলে (Tihar jail) রাখা হতে পারে৷ রানাকে ভারতে নিয়ে আসার আগেই জেলে সকল প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে বলেও জানা গিয়েছে। মনে করা হচ্ছে, প্রাথমিকভাবে কয়েক সপ্তাহ রানাকে এনআইএ-র (NIA) হেফাজতে রাখা হবে।
কে এই তাহাউর রানা (Tahawwur Rana)?
৬৪ বছর বয়সী তাহাউর রানা একজন কানাডায় বসবাসকারী পাক বংশোদ্ভূত ব্যবসায়ী৷ একসময় জঙ্গি গোষ্ঠী লস্কর-এ-তইবার সক্রিয় সদস্য ছিল৷ ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী ডেভিড হেডলির ঘনিষ্ঠ সহযোগী ছিল এই রানা৷ সেই সময় অবশ্য রানা ছিল মার্কিন নাগরিক।
কেন তাঁকে ফেরাতে এত তৎপর ভারত?
এনআইএ-র ধারণা, মুম্বই হামলা (mumbai attack 26/11) সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ খবরাখবর ছিল তাহাউর রানার কাছে৷ হামলার এক সপ্তাহ আগেই স্ত্রী সমরাথ রানা আখতারকে নিয়ে ২০০৮ সালের ১৩-২১ নভেম্বরের মধ্যে হাপুর, দিল্লি, আগ্রা, কোচি, আহমেদাবাদ এবং মুম্বইয়ে রেকি করেছিল রানা৷ কেন এতগুলো জায়গায় তাহাউর গিয়েছিল, সেটা তার কাছ থেকে জানতে চায় এনআইএ৷ এছাড়াও তাহাউরের বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগ রয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, এছাড়াও খুন, প্রতারণা সহ ইউএপিএর ধারায় একাধিক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আমেরিকায় জেলে বন্দি ছিলেন তাহাউর (Tahawwur Rana)। ভারত বহু প্রচেষ্টা করেছে তাঁকে দেশে আনার। সম্প্রতিই, ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে তাহাউরকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। প্রত্যর্পণ রুখতে রানা আবেদন করলেও, মার্কিন সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।
ডেভিড হেডলির সঙ্গে তার যোগ
মুম্বই হামলার (mumbai attack 26/11) অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলের ট্রাভেল ডকুমেন্ট জোগাড় করা থেকে শুরু করে তাকে অর্থনৈতিক সাহায্য করা, সবটাই করেছিল তাহাউর৷ ২০১১ সালে তাহাউর রানা, ডেভিড হেডলে-সহ আরও ৬ জনের বিরুদ্ধে ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানো ও চক্রান্ত করার অভিযোগে চার্জশিট ফাইল করে ভারতীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷ চার্জশিটের সপক্ষে তাহাউরের (Tahawwur Rana) বিরুদ্ধে ১৩৪ জনের সাক্ষ্য, ২১০ নথি অবং ১০৬টি ইমেল প্রমাণ স্বরূপ দেওয়া হয়৷ সেই ইমেলের মধ্যে এমন ই-মেলেও ছিল, যেখানে মুম্বই হামলা চালানোর পরে ডেভিড হিডলের স্ত্রী তাঁকে ‘অভিনন্দন’ জানিয়েছিল এবং বলেছিল, ‘তিনি সারা দিন শো (মুম্বই হামলার ব্রডকাস্ট) দেখেছেন৷’ মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির সঙ্গে একটানা যোগাযোগ রেখে যাচ্ছিল তাহাউর রানা৷
চার্জশিট বলে, পাকিস্তানের লস্কর-এ-তইবা এবং হারাকাত-উল-জিহাদ-আল-ইসলামি নামক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ায় ২০০৫ সাল থেকে মুম্বই হামলার চক্রান্তের শরিক হয় তাহাউর৷ তাহাউর মুম্বই হামলার অন্যতম কার্যনির্বাহী চক্রী ডেভিড হিডলেকে যাবতীয় আর্থিক সাপোর্ট করত বলেও জানা গিয়েছে৷
আরও পড়ুন: বৃহস্পতিবার চাকরিহারাদের মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত
উল্লেখ্য, মুম্বাই হামলার এক বছর পর ২০০৯ সালের অক্টোবরে শিকাগো থেকে রানাকে গ্রেফতার করে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। রানার সঙ্গে লস্কর ই তৈবার যোগ সূত্র পাওয়া যায়। রানাকে (Tahawwur Rana) গ্রেফতারের পরই তাকে, আমেরিকার লস অ্যাঞ্জেলাসের মেট্রোপলিটন ডিটেনসন সেন্টারে রাখা হয়। এবার সেই তাহাউর রানাকে নিয়েই দিল্লিতে পৌঁছতে চলেছে মার্কিন মুলুক থেকে রওনা হওয়া বিমান।