নিউজ ডেস্ক: বিশ্ব বাণিজ্যকে কেন্দ্র করে শুল্কযুদ্ধে উত্তেজনা অব্যাহত। তবে এর মাঝে সামান্য স্বস্তির খবর শোনাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯০ দিনের জন্য ৭৫টিরও বেশি দেশের উপর নতুন শুল্কহার কার্যকর হবে না বলে জানিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চিনের উপর ১২৫ শতাংশ শুল্ক অবিলম্বে কার্যকর হবে।
জানা গিয়েছে, সম্প্রতি আমেরিকা চিনের উপর ৩৪ শতাংশ শুল্ক চাপিয়েছিল। পালটা পদক্ষেপ নেয় বেজিং। মার্কিন পণ্যের উপর ৮৪ শতাংশ শুল্ক বসায় চিন। এরপরই আরও কঠোর পদক্ষেপ নিল আমেরিকা। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চিন আন্তর্জাতিক বাজারের নিয়ম মানছে না। তাই তাদের শিক্ষা দিতে এই কড়া শুল্ক নীতির পথে হাঁটতে বাধ্য হয়েছেন তিনি।
তবে ভারতের জন্য কিছুটা স্বস্তির খবর। ২ এপ্রিল আমেরিকা ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক বসালেও আপাতত সেটি স্থগিত থাকবে। ট্রাম্প জানিয়েছেন, যারা আমেরিকার সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা করেছে এবং পালটা শুল্ক চাপায়নি, তাদের উপর নতুন শুল্ক কার্যকর হবে না। বরং তাদের উপর ১০ শতাংশ শুল্ক ছাড় দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, চিনের উপর আমেরিকার এই আক্রমণাত্মক শুল্কনীতি বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বেজিং ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা পিছু হটবে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল নজর রেখেছে চিনের পরবর্তী পদক্ষেপের দিকে। শুল্কযুদ্ধের এই সংঘাত কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।