নিউজ ডেস্ক: হালিশহরে ফের রাজনৈতিক অশান্তি। রাতের অন্ধকারে ইট দিয়ে থেঁতলে খুনের চেষ্টা করা হল এক বিজেপি কর্মীকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালে। আহত বিজেপি কর্মীর নাম রাজু দে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নিজের বাড়ি ফিরছিলেন রাজু। সেই সময় ২৪ নম্বর ওয়ার্ডের কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। রাজুর চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে প্রথমে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কল্যাণী এইমসে। চিকিৎসকরা জানিয়েছেন, রাজুর মাথায় গভীর চোট রয়েছে তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
বিজেপির অভিযোগ, রাজু দে অর্জুন সিং-এর ঘনিষ্ঠ কর্মী। সম্প্রতি তিনি রাম নবমীর মিছিলে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছিলেন। এই কারণেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। রাজুর দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।
বিজেপির জেলা নেতৃত্ব ইতিমধ্যেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকায় মিছিল ও বিক্ষোভ করেছে। অপরদিকে, তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।