নিউজ ডেস্ক: যতক্ষণ না যোগ্যদের তালিকা এবং ওএমআরের মিরর ইমেজ প্রকাশ হবে, ততক্ষণ পর্যন্ত এসএসসি দফতরের সামনে থেকে নড়বেন না চাকরিহারারা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তাঁরা এ কথা জানান। সাংবাদিক বৈঠকে জানানো হয়, এদিন তাঁদের অনশনে প্রথম বসেন পঙ্কজ রায় নামে এক চাকরিহারা শিক্ষক।
‘এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ’ মঞ্চের তরফে সুমন বিশ্বাস বলেন, ‘‘চেয়ারম্যান বলেছেন যোগ্যদের চালিকা প্রকাশ করা হবে। কিন্তু কবে হবে বলেননি। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যদি সত্যই যোগ্যদের চাকরি বাঁচাতে চান, তা হলে এটা প্রকাশ করতে সময় লাগার কথা নয়, কারণ মিরর ইমেজ অনলাইনে রয়েছে।’’