নিউজ ডেস্ক: এসএসসি দফতরের সামনে অনশনে বসলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হল অনশন।
জানানো হয়েছে, ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতেই এই সিদ্ধান্ত। সঙ্গে পুলিশি লাঠিচালনার প্রতিবাদও তাঁদের কর্মসূচিতে রয়েছে। নাগরিক সমাজকেও তাঁদের আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ।
বুধবার থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের কয়েক জন। এ বার তাঁদের মধ্যে থেকেই চার জন অনশনে বসেন। তাঁরা জানান, বুধবার রাতভর শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন তাঁদের একাংশ। অথচ অভিযোগ, তাঁদের ত্রিপল বিছানোরও অনুমতি দেয়নি পুলিশ-প্রশাসন। তাই এ বার রোদবৃষ্টি মাথায় নিয়েই অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।