নিউজ ডেস্ক: ওয়াকফ সংশোধনীর সমর্থনে সুপ্রিম কোর্টে আবেদন অখিল ভারত হিন্দু মহাসভার সদস্যের। আবেদনে বলা হয়েছে, ওয়াকফ আইনের ৪০ নম্বর ধারাটি বর্বরোচিত । কারণ, ওই নিয়মের জোরেই ওয়াকফ বোর্ড অন্যের জমি দখল করে নেয়। তাই সেই আইন যেন আর না ফেরানো হয়। উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিল এখন আইনে পরিণত। তবে এই আইনের বিরুদ্ধে ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডির সুপ্রিম কোর্টে আবেদন করেছে। আগামী ১৬ এপ্রিল মামলার শুনানি। পাল্টা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্র। সরকারের মতামত না শুনে যেন কোনও রায় না দেয় শীর্ষ আদালত আপিল কেন্দ্রের।