নিউজ ডেস্ক: এসএসসি দফতরের সামনে বৃহস্পতিবার চাকরিহারাদের সমাবেশে গেলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারাদের নামের তালিকা প্রকাশের দাবি এবং কসবায় পুলিশের লাঠিচালনার প্রতিবাদে সকাল থেকে সেখানে অনশনে বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ।
সেই আবহেই এ বার তিনি ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে আরও এক বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন। প্রশ্ন ওঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকা নিয়েও। অনশন শুরুর কিছু ক্ষণের মধ্যেই এসএসসি দফতরের সামনে পৌঁছোন অভিজিৎবাবু।
রাজ্যের প্রতিশ্রুতি সম্পর্কে অভিজিৎবাবু বলেন, ‘‘ও সব ভাঁওতাবাজি! তা হলে নিরীহ শিক্ষকদের উপর মামলা করলেন কেন? আসলে ওঁরা জানেন ওঁরা অন্যায় করেছেন। তাই ওঁদের সুষ্ঠুভাবে বিষয়টি মেটানোর কোনও ইচ্ছা নেই। ওঁরা এটা নিয়ে যতটা সম্ভব রাজনীতি করা যায়, তা-ই করছেন।’’
মুখ্যমন্ত্রী মমতাকে দুষে অভিজিৎবাবু বলেন, ‘‘যা হচ্ছে, তা তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। তা ছাড়া, অনশন করার কী প্রয়োজন ছিল? অসুস্থ হয়ে পড়বেন। একটু পরেই হয়তো পুলিশ এসে এখানেও ঝাঁপিয়ে পড়বে। আমরা সহমর্মিতা জানাতে এসেছি। ভেঙে পড়বেন না। আমরা সম্পূর্ণ ভাবে আপনাদের পাশে আছি।’’
প্রসঙ্গত, বুধবার এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পর বুধবারই এসএসসিকে ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনার জন্য দু’দিনের সময় বেঁধে দিয়েছেন তাঁরা। অন্যথায় শনিবার তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।