নিউজ ডেস্ক: অবশেষে ভারতেই ফিরতে হল ২৬/১১ সন্ত্রাস হামলার মূল চক্রী তাহাউর রানাকে। বুধবারই তাঁকে বিশেষ বিমানে চড়িয়ে আমেরিকা থেকে রওনা দিয়েছিলেন তদন্তকারীরা। অনুমান ছিল বৃহস্পতিবার সকালেই ভারতে নামবে সেই বিমান। তবে তা পৌঁছল বেলা গড়িয়ে বিকেলে। অবশেষে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে আমেরিকায় গ্রেফতার হওয়ার প্রায় ১৬ বছর পর ভারতে প্রত্যপর্ণ তাহাউর রানার।
দিল্লির পালাম বিমানবন্দরে ইতিমধ্যেই বিমানটি এসে নেমেছে৷ সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে এনআইএ৷ জানা গিয়েছে, তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে এনআইএ৷
তবে ভারতে প্রত্যর্পণ এড়াতে চেষ্টার ত্রুটি করেনি রানা৷ আমেরিকার একাধিক আদালতে আবেদন করেছিল পাকিস্তানের এই নাগরিক৷ যদিও কোনও আদালতই রানার দাবি মানতে চায়নি৷ শেষমেশ সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট তার ভারতে প্রত্যর্পণের ব্যাপারে সবুজ সংকেত দেয় ৷