নিউজ ডেস্ক: নাটকীয় টানাপোড়েন শেষে রানাকে হাতে পেল ভারত। বৃহস্পতিবার দুপুর ২:৪১ মিনিটে দিল্লির পালামো বিমানবন্দরে অবতরণ করে তাহাউর রানা। রানাকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করেছে NIA. ভারতে পা রাখতেই তাকে গ্রেফতার করে তদন্তকারীরা। আপাতত রানার ঠাঁই দিল্লির তিহার জেলে। আজই দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হবে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রীকে। আদালতে রানাকে নিজেদের হেফাজতে পাওয়ার জন্য আবেদন করবে NIA. অন্যদিকে রানার প্রত্যর্পণের বিষয়ে প্রথমবার মুখ খুলেছে পাকিস্তান। রানার জন্ম পাকিস্তানে হলেও তার পাশ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে সে দেশ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অনেক আগেই পাকিস্তান ছেড়েছেন রানা। বর্তমানে তিনি কানাডার নাগরিক। তাই তাহাউরের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই। যদিও ২৬-১১ মুম্বই হামলার ষড়যন্ত্রে পাকিস্তানের জঙ্গি সংগঠনের ভূমিকা ছিল। তবুও নিজেদের পিঠ বাঁচাতে রানার পাশ থেকে নিজেদের সরিয়ে নিল পাকিস্তান। এমনটাই মত বিশেষজ্ঞদের।