নিউজ ডেস্ক: হাওড়ার সলপে মর্মান্তিক দুর্ঘটনা। এক লরিকে ধাক্কা আরেক লরির। তার জেরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক লরির চালক। জানা গেছে, একটি লরিকে ডোমজুড়ের সলপে সজোরে ধাক্কা দেয় অন্য একটি লরি। ঘাতক লরির চালক আটকে যায় নিজের আসনেই। আধঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় চালককে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই দুর্ঘটনার জেরে প্রবল যানজট তৈরি হয় জাতীয় সড়কে।