নিউজ ডেস্ক: শরীরে বয়সের ছাপ, কোমরে ব্যথা, পায়ে অস্ত্রোপচারের দাগ তবু দমেনি। নম্বরবিহীন বাইকে চেপে মহিলাদের গলায় থাকা সোনার হার ছিনতাই করত বীরভূমের লক্ষ্মী সাহানি ও বাঁকুড়ার মনিরুল মিদ্যা। বুধবার সন্ধ্যায় দুর্গাপুর কোকওভেন থানার ডিপিএল কলোনি এলাকা থেকে পুলিশের জালে ধরা পড়ে এই কুখ্যাত ছিনতাইকারী জুটি।
দুর্গাপুর পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত লক্ষ্মী সাহানি (৫০) বীরভূমের ইলামবাজারের বাসিন্দা, অপর ধৃত মনিরুল মিদ্যা বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার। শিল্পাঞ্চল অন্ডাল, দুর্গাপুর সহ একাধিক থানায় লক্ষ্মীর নামে রয়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ। ভাঙা পা নিয়েও অপরাধ চালিয়ে যেত সে। তার প্রধান টার্গেট একাকী মহিলা।
বুধবার সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় কোকওভেন থানার পুলিশ মনিরুলকে ধরে ফেলে। পরে তার জবানবন্দির ভিত্তিতে বোলপুর থেকে লক্ষ্মীকে গ্রেফতার করে পুলিশ। দু’জনকেই বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হবে।