নিউজ ডেস্ক: বিমান থেকে নামা মাত্রই ২৬/১১ মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এরপর বৃহস্পতিবার মধ্যরাতে রানাকে হাজির করানো হয় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের বিশেষ এনআইএ আদালতে। রানাকে ২০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল এনআইএ, কিন্তু বিচারক রানাকে ১৮ দিনের জন্য এনআইএ-এর হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে এনআইএ জানায়, সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটাতে রানা অপরাধমূলক ষড়যন্ত্র করেছিল। অন্য ষড়যন্ত্রীদের সঙ্গে শলা পরামর্শও করেছিল। ২৬/১১ মুম্বই হামলার অভিযুক্ত তাহাউর রানা সম্পর্কে দিল্লি রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষ কর্তৃক রানার জন্য নিযুক্ত আইনজীবী পীযূষ সচদেব বলেন, “এনআইএ ২০ দিনের হেফাজতের আবেদন করেছিল, কিন্তু আদালত তদন্তের জন্য ১৮ দিনের হেফাজত মঞ্জুর করেছে।”
তাহাউর এখন এনআইএ হেফাজতে রয়েছে, আর তাই দিল্লিতে এনআইএ সদর দফতরের বাইরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। ২০০৮ সালের ভয়াবহ হামলার নেপথ্যে ষড়যন্ত্র নিয়েই রানাকে এখন জিজ্ঞাসাবাদ করবে এনআইএ।