নিউজ ডেস্ক: ১২ এপ্রিল হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতি হাইকোর্টের। তবে রয়েছে কিছু শর্তও। রামনবমীর পর হনুমান জয়ন্তীর মিছিল, অনুষ্ঠানের জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল উদ্যোক্তারা। অনুমতি চেয়ে হাইকোর্টে দায়ের হয় তিনটি মামলা। সেই মামলাতেই এবার শর্তসাপেক্ষে মিছিল, অনুষ্ঠানের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
শর্তগুলি হল :
শোভাযাত্রায় কোনও রকম ধাতুর অস্ত্র ব্যবহার করা যাবে না। তবে পিভিসি দিয়ে তৈরি প্রতীকী অস্ত্র ব্যবহার করা যাবে।
মিছিলে ডিজে ব্যবহার করা যাবে না।
শব্দদূষণ যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে৷ ৪-৫টি বেশি মাইক ব্যবহার করা যাবে না৷
মিছিল থেকে কোনওরকম অপ্রীতিকর মন্তব্য করা যাবে না।
মিছিলে ২০০-২৫০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না।
বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে শোভাযাত্রা সম্পন্ন করতে হবে।
মিছিলের রুট – কলেজ স্ট্রিট বাটা থেকে হরি ঘোষ স্ট্রিট এবং আমহার্স্ট স্ট্রিট থানা হনুমান মন্দির পর্যন্ত।