নিউজ ডেস্ক: বিশ্ব বাজারে নতুন করে স্বস্তির ছোঁয়া। ৯০ দিনের জন্য বর্ধিত শুল্কহার কার্যকর না হওয়ার ঘোষণা আসতেই ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার। শুক্রবার দালাল স্ট্রিট খুলতেই দেখা যায় ঊর্ধ্বমুখী প্রবণতা। বেশ কয়েকদিনের গুমোট ভাব কাটিয়ে এদিন সেনসেক্স ও নিফটি দুটোই চাঙ্গা অবস্থান নেয়।
এদিন সকাল ৯টা ১৫ মিনিটে বাজার খুলতেই সেনসেক্স ১২০০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭৫,০০৫.৯১-এ। যা আগের দিনের তুলনায় প্রায় ১.৫৮ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে নিফটি ১.৬৯ শতাংশ বেড়ে পৌঁছে যায় ২২,৭৭৭.৪৫-এ।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতির সাময়িক স্থগিতাদেশই বাজারকে চাঙ্গা করে তুলেছে। ইনট্রা ডে ট্রেডারদের কাছে এই মুহূর্তে শেয়ার কেনা-বেচার সুযোগ ভালো। তবে আইটি সেক্টরের স্টক কিছুটা নিম্নমুখী থাকলেও ফার্মা ও অটোমোবাইল স্টকের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
উল্লেখ্য, গত সোমবার ট্রাম্পের শুল্ক ঘোষণার ফলে সেনসেক্স এক ধাক্কায় প্রায় ৪ হাজার পয়েন্ট পড়ে যায়। বাজারে ব্যাপক ক্ষতির মুখে পড়ে বিনিয়োগকারীরা। তবে বুধবার ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে জানান, আগামী ৯০ দিন ৭৫টিরও বেশি দেশের উপর বর্ধিত শুল্ক কার্যকর হবে না।
এর ফলে শুধু ভারত নয়, গোটা এশিয়ার শেয়ার বাজারে ফিরে আসে স্বস্তি। ভারতের ক্ষেত্রেও ২৬ শতাংশ আমদানি শুল্ক আপাতত দিতে হবে না। ফলে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার আলো দেখছে। আগামী কয়েকদিন বাজারে ইতিবাচক প্রবণতা বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।