নিউজ ডেস্ক: মালদার মোথাবাড়িতে অশান্তির জেরে হাইকোর্টের অনুমোদন পেয়ে এলাকা পরিদর্শনে এলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবাী মোথাবাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। শান্তি বজায় রাখার বার্তা দেন সকলকে।
কিছুদিন আগে মোথাবাড়িতে অশান্তির জেরে দোকানপাট ভাঙচুর, ঘরবাড়ি ধ্বংসের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে তাঁকে মোথাবাড়ি পরিদর্শনের অনুমতি দেন।
এদিন এলাকাবাসীর দুঃখ-যন্ত্রণার কথা শুনে অনেকেই কেঁদে ফেলেন। এক মহিলা কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমাদের ঘরবাড়ি সব ভেঙে দিয়েছে।” তাঁদের শান্তনা দিয়ে শুভেন্দু বলেন, “৮৬ জন ক্ষতিগ্রস্ত। আপাতত আমরা ৫০ শতাংশ ক্ষতিপূরণ দেব। প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আজ আমরা ৮-১০ লক্ষ টাকা দিচ্ছি। বাকিটাও পরে দেওয়া হবে।”
এলাকায় ঘুরে দেখার সময় শুভেন্দুকে দেখে স্থানীয়রা জয়শ্রী রাম স্লোগান দেন। তিনি অভিযোগ করেন, প্রকৃত দোষীরা এখনও ধরা পড়েনি। নিরীহ মানুষদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি। শুভেন্দু বলেন, “২৩ জন হিন্দুকে গ্রেফতার করা হয়েছে, তারা নির্দোষ। অন্য সম্প্রদায়ের যাদের ধরা হয়েছে, তারাও যুক্ত নয় বলে স্থানীয়রা জানাচ্ছেন।”
এছাড়া মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “তিনি এলাকায় শান্তি ফেরাতে ব্যর্থ। মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে রাজনৈতিক স্বার্থে কাজ করছেন।”