নিউজ ডেস্ক: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা। শুক্রবার ভাঙড়ের বাঁকড়ি গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কৃষক আন্দোলন থেকেই রাজনীতিতে উঠে আসা এই বর্ষীয়ান নেতা ছিলেন রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী। ১৯৭৭ সাল থেকে টানা ৩৪ বছর ক্যানিং পূর্ব আসন থেকে জয়ী হন। ২০১১ সালে বামফ্রন্টের পরাজয়ের পরও তিনি জয়ী হন। সিপিএমের সমালোচনার জেরে দল তাঁকে বহিষ্কার করেছিল। গলায় গামছা ছিল তাঁর ট্রেড মার্ক। কৃষকের পাশে থাকা নেতা হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন রেজ্জাক মোল্লা।