নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে হাতে পেয়েছে ভারত। আর তারপরই ভাইরাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৪ বছরের পুরনো সোশাল মিডিয়া পোস্ট। মোদীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ১৪ বছর আগে কী এমন বলেছিলেন নমো? সাল ২০১১। আমেরিকার এক আদালত মুম্বই হামলায় ‘ক্লিনচিট’ দিয়েছিল রানাকে। এতেই ক্ষোভ প্রকাশ করেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তৎকালীন কংগ্রেস সরকারকে নিশানা করে তিনি লেখেন, “এই রায় ভারতের বিদেশনীতির জন্য আরও একটা বড় ধাক্কা।“ ২০১৬ সালে গেরুয়া ঝড়ে বদলে যায় রাজনীতির পাশা। গদিতে বসেন মোদী। তারপর থেকেই তার সরকার রানাকে ফেরানোর আপ্রান চেষ্টা করতে থাকে। ফল মিলল ২০২৫ সালে। ভারতের হাতে রানাকে তুলে দিল আমেরিকা। আর এতেই প্রধানমন্ত্রী মোদীর জয় দেখছেন নেটিজেনদের বড় অংশ। বলেছেন মোদী হ্যায় তো মুমকিন হ্যায়!