নিউজ ডেস্ক: রেড রোডে হনুমান জয়ন্তীর কর্মসূচির অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, এই কর্মসূচির আগে রাজ্যকে হলফনামা দিতে হবে। তারপর মামলাকারী উত্তর দেবেন। আগামী জুলাইয়ে মামলার পরবর্তী শুনানি হবে। হিন্দু সেবা দল এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির কাছে যায়। মামলা দায়েরের অনুমতি পেয়েছে তারা। শনিবার ভোর ৫টা থেকে ১১টা পর্যন্ত হনুমান চালিশা পাঠের পরিকল্পনা ছিল তাদের। সেনার অনুমতি মিললেও পুলিশের ছাড়পত্র মেলেনি। এদিকে শুভেন্দু অধিকারীকে হনুমান জয়ন্তী পালনের অনুমতি দিয়েছে হাই কোর্ট, তবে কিছু শর্তসাপেক্ষে। আজ প্রধান বিচারপতির এজলাসে শুনানি হতে পারে।