নিউজ ডেস্ক: নিজের মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম দেবযানী মজুমদার (৫৮)। মালদার বাসিন্দা ছিলেন। ধৃত যুবক, দেবযানী দেবীরই ছেলে। তিন বছর আগে কলকাতায় একটি ফ্ল্যাট কিনেছিলেন তাঁরা। মা ও ছেলে দু’জনে মিলেই ফ্ল্যাটে থাকতেন।
গতবছরই ছেলের চাকরি চলে যায়। তারপর থেকে অবসাদে ভুগছিলেন ওই যুবক। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে দেবযানী দেবীকে ছুরি দিয়ে কুপিয়ে, গলার নলি কেটে খুন করে সে। স্থানীয় সূত্রের খবর, ওই যুবক প্রায়ই তাঁদের ফ্ল্যাটের নীচে গিয়ে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে বলত, সে তাঁর মাকে খুন করেছে! সবাই তাকে মানসিক রোগীই ভাবত। কিন্তু, শুক্রবার সকালে বিষয়টি অন্যদিকে মোড় নিল।
এদিন সকালে ওই চায়ের দোকানে গিয়ে যুবক বলতে থাকে, মাকে খুন করেছি। কিন্তু এদিন তাঁকে কাঁপতে দেখা যায়। সন্দেহ হয় ওই চায়ের দোকানে থাকা ব্যক্তিদের। দ্রুত ওই যুবকের ফ্ল্যাটে ঢুকতেই অবাক হয়ে যান সকলে। ফ্ল্যাটের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। গলার নলি কাটা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে ওই যুবকের মায়ের। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা।