নিউজ ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের (SSC Case) সিদ্ধান্তে অশান্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি, দাবি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) পদত্যাগেরও। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে প্রতিদিনই এ নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। প্রতিটি জেলার ডিআই অফিসের সামনেই বিক্ষোভ চলছে চাকরিপ্রার্থীদের। এমনকি চাকরিহারা প্রার্থীদের উপর লাঠিচার্জের ঘটনাও দেখা গিয়েছে একাধিক জায়গায়। এমত পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন অভিজিৎ গাঙ্গুলী। চাকরিহারারা দেখা করেছেন শুভেন্দু অধিকারীর সাথেও। আজও এসএসসি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ রয়েছে চাকরিহারা প্রার্থীদের।
তবে এসএসসি (SSC) নিয়ে যখন রাজ্যে এই উত্তাল পরিস্থিতি, ঠিক সেই সময়ই রাজ্যের জেলায় জেলায় ওয়াকফ বিল নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। এর মধ্যে মুর্শিদাবাদের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। আর এই পরিস্থিতির জন্য বারবার আঙুল উঠছে রাজ্যের শাসকদলের দিকে। অভিযোগ, শাসকদলের উস্কানিতেই উত্তপ্ত হচ্ছে সংখ্যালঘুরা।
জেলায় জেলায় ডিআই অফিসের সামনেই বিক্ষোভ
চাকরি বাতিলের প্রতিবাদে জেলায় জেলায় পথে নেমেছেন চাকরিহারারা (SSC Job Cancellation)। সেই প্রতিবাদের আঁচ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। মেদিনীপুরে ডিআই অফিসারকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ চাকরিহারাদের বিরুদ্ধে। অন্যদিকে, কসবায় ডিআই অফিসে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। গেট টপকে অফিসের ভেতরে প্রবেশ করে তালা ভাঙার চেষ্টা চাকরিহারাদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি-হাতাহাতিও হয় চাকরিহারাদের।
একই ছবি তমলুকেও। তমলুকে ডিআই অফিসে যোগ্য চাকরিহারা শিক্ষকরা তালা মেরে বিক্ষোভ দেখান। যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ডিআই অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখায়। চাকরি ফিরিয়ে দিতে হবে, তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? এমন স্লোগান দিয়ে তারা রীতিমতো ডিআই অফিসের তালা লাগিয়ে ডিআই অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখায়। আন্দোলনকারীদের সাফ কথা, ”আমরা ভলান্টিয়ারিলি কাজ করব না।” ডিআইকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে সদুত্তর না মেলায় রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।
চাকরিহারাদের বিক্ষোভ চলে মালদাতেও (Malda)। মালদহ জেলার অতুল মার্কেটে বিদ্যালয় পরিদর্শকের দফতর ঘেরাও করে যোগ্য শিক্ষকরা। দফতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। দফতরের প্রধান গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় চাকরিহারার। কর্মীদের অফিসে ঢুকতে বাধা দেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে যায় ইংরেজ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে বর্ধমানে বিক্ষোভ চলে চাকরিহারচদের। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সৃষ্টি হয় তুমুল উত্তেজনা।
এদিকে বালুরঘাটের এসএসসি প্রতীকী মৃতদেহ কাঁধে নিয়ে মিছিলে নামেন চাকরিপ্রার্থীরা। বালুরঘাটে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের দফতরে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা-শিক্ষিকারা ও শিক্ষাকর্মীরা। প্রথমে ডিয়াই অফিসের মূল গেটে ঢুকতে চাকরিহারাদের বাধা দেয় পুলিশ। জোর করে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় আন্দোলনকারীদের। পরে অফিস চত্বরে প্রবেশ করে চাকরিহারারা।
ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ
রাজ্যে যখন এসএসসি নিয়ে টালমাটাল পরিস্থিতি, ঠিক সেই সময়ই রাজ্যের জেলায় জেলায় ওয়াকফ বিল (Waqf Bill Protest) নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। এরমধ্যে শিরোনামে রয়েছে মুর্শিদাবাদের নাম। সম্প্রতি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে রেললাইনে নেমে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। এর জেরে ঘণ্টার পর ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়। এই ঘটনার জেরে যাত্রী সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। কেয়া সরাসরি এই ঘটনার জন্যে আঙুল তুলেছেন মমতার দিকে। অন্যদিকে গতকাল, সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় শিয়ালদায় জমিয়তে উলেমা-এ-হিন্দের সমাবেশ ছিল। নেতৃত্বে ছিলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী ও জমিয়তে উলেমা-এ-হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী। বিরোধীদলের অভিযোগ, শাসকদলের উস্কানিতেই উত্তপ্ত হচ্ছে সংখ্যালঘুরা। তবে কি নিয়োগ দুর্নীতির মোড় ঘোরাতেই শাসকদলের এই উস্কানি?