নিউজ ডেস্ক: চাকরিহারা এসএসসি-র শিক্ষকদের উপর লাঠিচার্জ করার প্রতিবাদে সরব রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। শুক্রবার ক্যাম্পাসে কালো ব্যাজ পরে আসেন তাঁরা।
সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের বরাভয় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক ৭২ ঘণ্টার মধ্যেই চাকরিহারারা কসবার ডিআই অফিস অভিযান করলে সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। চাকরিহারাদের উপর কী কারণে পুলিশ লাঠিচার্জ করল, লাথি মারল সেই নিয়ে এখন রাজ্য-রাজনীতি তোলপাড়। ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার কালো ব্যাজ পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন অধ্যাপকরা।
যদিও কসবায় চাকরিহারা প্রার্থীকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত এসআই-কে ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়েছেন অন্য এক এসআই।