নিউজ ডেস্ক: পাসপোর্ট নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্র। এতদিন বিবাহিতদের বিয়ের শংসাপত্র না থাকলে পাসপোর্ট পেতে অসুবিধেয় পড়তে হত। এবার সেই ঝামেলা থেকে মুক্তি দিতে বড় ঘোষণা করল বিদেশমন্ত্রক। এখন থেকে বিয়ের শংসাপত্র ছাড়াই পাসপোর্টে স্বামী বা স্ত্রীর নাম নথিভুক্ত করতে পারবেন নাগরিকরা। যাদের বিবাহের শংসাপত্র থাকে না বা যারা হারিয়ে ফেলেন তাঁদের জন্য অ্যানেক্সার জে বিকল্পটি ঘোষণা করল বিদেশমন্ত্রক। কী এই ‘অ্যানেক্সার জে’? এটি পাসপোর্ট আবেদনকারীদের জন্য বিবাহের শংসাপত্রের পরিবর্তে একটি যৌথ ঘোষণা হিসেবে কাজ করবে। নথিতে পাসপোর্ট আবেদনকারীদের নাম, বাসস্থান উল্লেখ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা বিবাহিত দম্পতি হিসেবে একসঙ্গে বসবাস করছেন। দিতে হবে স্বামী-স্ত্রীর যৌথ ছবি। এছাড়াও লাগবে উভয়ের আধার কার্ড নম্বর, ভোটার আইডি নম্বর ।