নিউজ ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের হাওয়া বইছে। দীর্ঘদিনের ঐতিহ্য ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম অবশেষে পরিবর্তন করা হল। নতুন নাম হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বাংলা নববর্ষের প্রধান শোভাযাত্রাটি এবার নতুন নামে পরিচিত হবে।
গত কয়েকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সংগঠন নববর্ষ উদযাপনের নিয়ম নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। ‘মঙ্গল’ শব্দটিকে ইসলাম-বিরোধী বলে অভিযোগ তোলে মৌলবাদী গোষ্ঠী। ইসলামি আন্দোলন বাংলাদেশ-সহ একাধিক ধর্মীয় সংগঠন এই শোভাযাত্রার নাম পরিবর্তনের দাবি তোলে। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, নতুন কিছু নয়, বরং পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হয়েছে। ১৯৮৯ সালে এই শোভাযাত্রার নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। সেই নামেই এবার নববর্ষ উদযাপন হবে।
এদিকে দেশের রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই পরিবর্তন মৌলবাদীদের চাপের সামনে নতিস্বীকারেরই ইঙ্গিত। তবে প্রশাসনের দাবি, পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্যই এই পদক্ষেপ। একইসঙ্গে বাংলাদেশ পুলিশ তাদের লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন লোগোতে থাকছে জলের উপর শাপলা ফুল, ধান-গমের শিষ এবং পাটপাতা। বাদ পড়ছে বহুল পরিচিত পালতোলা নৌকার চিহ্ন।