নিউজ ডেস্ক: উত্তরপাড়ায় আন্তঃরাষ্ট্রীয় শিশু পাচারের একটি চক্রের হদিশ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এক মহিলা চিকিৎসক। অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ধৃতের হেফাজত থেকে থেকে দুই শিশুকে উদ্ধার করেন তদন্তকারীরা। অভিযুক্ত চিকিৎসককে অন্তর্বর্তী হেফাজতে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়। তিনি জ্ঞানেন্দ্র এভিনিউ এলাকার বাসিন্দা। মৌসুমী ওড়িশার একটি হাসপাতালে দাঁতের চিকিৎসক হিসাবে কাজ করেন বলে দাবি করেছেন।
কয়েকদিন আগে, মুম্বই পুলিশের ওয়াডরা ট্রাক টার্মিনাল থানার পুলিশ শিশু পাচারের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে উত্তরপাড়ার এই মহিলা চিকিৎসকের নাম। এরপরই মুম্বই পুলিশের চার সদস্যের দল মৌসুমীর খোঁজে রাজ্যে পৌঁছয়।
উত্তরপাড়া থানার পুলিশের সাহায্য নিয়ে জ্ঞানেন্দ্র এভিনিউ এলাকায় অভিযান চালান তাঁরা। সেখান থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের বয়স পাঁচ বছর। অন্যজনের বয়স দুই বছর।