নিউজ ডেস্ক: গরমের ছুটি নিয়ে নির্দেশিকা জারি। নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। আগামী ৩০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত গরমের ছুটি চলবে। মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে এমনটাই জানিয়েছে স্কুল শিক্ষা দফতর।
শুক্রবার স্কুল শিক্ষা দফতর নির্দেশ দিয়েছে, আগামী ৩০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত গরমের ছুটি চলবে। মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে এমনই নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলায় গরমের ছুটির এই নির্দেশ কার্যকর হবে না। ওই জেলার স্কুলগুলিতে আগের মতোই নির্দেশ কার্যকর হবে। স্কুল বন্ধ থাকলে সিলেবাস শেষ করতে যে সমস্যা হবে, সেটাও কী ভাবে মিটিয়ে নেওয়া যাবে, সেই নির্দেশও দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। স্কুল খোলার পরে অতিরিক্ত ক্লাস করিয়ে সিলেবাস শেষ করানোর ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে।