নিউজ ডেস্ক: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গের একের পর এক জেলায় হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। জঙ্গিপুরে শনিবার সকালেও চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশের মতে, জঙ্গিপুরের সুতি এবং সামসেরগঞ্জ এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শনিবার সকালে বিভিন্ন এলাকায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানও ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অশান্ত হয়ে ওঠে। হিন্দুদের সম্পত্তিতেও হামলা চালানো হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়িতে। স্থানীয় এক বাসিন্দা বলেছেন, “বাইক-সহ অনেক জিনিসপত্র ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে তারা। আমার মামার দোকান ভাঙচুর করা হয়েছে এবং তারা দোকানের জিনিসপত্রও নিয়ে গিয়েছে। ভয়ে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। যখন এই ঘটনা ঘটে তখন পুলিশ এখানে ছিল না।”