নিউজ ডেস্ক: সম্প্রতি মহিলা যাত্রীদের নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে সব ইএমইউ লোকাল ট্রেনে অতিরিক্ত ১টি করে মহিলা কামরা সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী সমস্ত ইএমইউ রেকে বর্তমানে আরও মহিলা কামরা যুক্ত করা হয়েছে। বিশেষত সকালে বা সন্ধ্যায় ব্যস্ত সময়ে ভিড় যখন বেশি হয়, সেই সময়ের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু কেন এই মহিলা কামরা বাড়ানো হল? সত্যিই কতটা প্রয়োজন? রেলের এই সিদ্ধান্তের পর উঠছে এমনই প্রশ্ন। এ প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদহ বিভাগে মহিলা যাত্রীর সংখ্যা মোট যাত্রীর প্রায় ২৫ শতাংশ। ফলে এতদিন যে মহিলা কামরা ছিল, তাতে এতই ভিড় হচ্ছিল যে ওঠানামায় অসুবিধা হচ্ছিল। দুর্ঘটনা বা স্টেশনে ট্রেনের ওভার স্টপিং-এর ঘটনাও বাড়ছিল। তাই, আগের ২টি মহিলা কোচের পাশাপাশি আর একটি মহিলা কামরা সংযোজন করায় ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।