নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। ওয়াকফ বিক্ষোভের জেরে অশান্ত মুর্শিদাবাদের ধুলিয়ান। একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ভাঙচুর চালানো হয় ধুলিয়ান পুরসভাতেও। বিধায়ক মণিরুল ইসলামের দাদা কাওসার আলির বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। আহত ২। ২ জনেই আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি।
অন্যদিকে, ধুলিয়ান-নিমতিতার মধ্যে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার ফলে আটকে থাকে একাধিক দূরপাল্লার ট্রেন। চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। ফলে শুক্রবারের পর শনিবারেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।