নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ১১ এপ্রিল বৈঠক করেন চাকরিহারা শিক্ষকরা। দীর্ঘ তিন ঘণ্টার সেই বৈঠকের পর চাকরিহারারা জানাচ্ছেন, সরকারের ওপর ‘ভরসা’ রাখছেন তারা। তবে এরই সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে এসএসসি ভবনের সামনে থেকে বিক্ষোভ অবস্থান তাঁরা তুলে নিয়েছেন। এর বদলে আজ, শনিবার থেকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসেছেন তাঁরা।
তাঁদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মনে কিছুটা আশা জাগলেও পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। এই আবহে চাকরিহারাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে এবং ২০১৬ সালের পরীক্ষায় বসা ২২ লাখ চাকরিপ্রার্থীর ওএমআর শিটের মিরর ইমেজ ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে ততক্ষণ প্রতিবাদ প্রত্যাহার করবেন না তাঁরা।