নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষা শেষে চালু হতে চলেছে কালীঘাট মন্দির সংলগ্ন স্কাইওয়াক। বাংলা নববর্ষের ঠিক আগের দিনই আগামী ১৪ এপ্রিল, সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বহুপ্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করবেন। সূত্রের খবর, নতুন স্কাইওয়াক দিয়ে হেঁটেই হয়তো পুজো দিতে যেতে পারেন বাংলার প্রশাসনিক প্রধান।
এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করে ১২৫ কোটি টাকা। প্রায় ৪৫০ মিটার লম্বা এই স্কাইওয়াক এসপি মুখার্জি রোড থেকে কালী মন্দির রোড পর্যন্ত তৈরি করা হয়েছে। স্থানীয়রা মনে করছেন, স্কাইওয়াকটির ফলে কালীঘাটের ওই রাস্তায় যানজট কমবে। হাঁটাচলা করা যাবে ঠিকমতো এবং দুর্ঘটনাও কম হবে।
২০১৮ সালের নভেম্বরে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক উদ্বোধনের দিন কালীঘাটের জন্য একই ধরনের স্কাইওয়াক নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা অনুযায়ী, দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটেও তৈরি হয় অত্যাধুনিক একটি স্কাইওয়াক। তবে নির্মাণকাজ শুরু করতে সেসময় কিছুটা বেগ পেতে হয়েছিল সরকারকে। প্রথমদিকে হকারদের আপত্তি, দোকান সরানো, জমি সংক্রান্ত জটিলতা ইত্যাদি নানা কারণে প্রকল্পে বিলম্ব ঘটে। অবশেষে ২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হয় নির্মাণকাজ। দীর্ঘ প্রতীক্ষার পর সেই কাজ শেষ হয়েছে। এবার শুধু উদ্বোধনের অপেক্ষা। আপাতত শেষ মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কালীঘাট স্কাইওয়াক এবং কালীঘাট টেম্পল রোড সাজানোর কাজ।