নিউজ ডেস্ক: ওয়াকফ আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ রাজ্যের নানা প্রান্তে। সুতি থেকে জঙ্গিপুর, আমতলা থেকে চাঁপদানি, আর এরপর আজ সকালে ধুলিয়ানে। গুলি-বোমাবাজি তো আছেই, সঙ্গে দিকে দিকে জ্বালিয়ে দেওয়া হল গাড়ি। অশান্তির আবহেই শুধু মুর্শিদাবাদেই গুলিবিদ্ধ হয় ৪ জন।
রাজ্যের এমত উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জানালেন, কোনও রকম গুন্ডামি নয় মানে নয়। গুজবে কান দিয়ে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে পুলিশ তা বরদাস্ত করবে না। যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে জঙ্গিপুর এলাকা। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে বাইক ভাঙচুর— একাধিক ঘটনায় অশান্তি ছড়িয়েছে শাজুরমোড় ও ধুলিয়ান সংলগ্ন এলাকাতেও। শনিবার সকালেও যখন তা অব্যাহত, সেই সময় ভবানী ভবন থেকে ডিজি সাংবাদিক বৈঠক করে কড়া নির্দেশ দিয়ে জানালেন, “যারা গুন্ডামি করছে, বা ভবিষ্যতে করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কোনও রকম অশান্তি, হিংসা বরদাস্ত করা হবে না মানে হবে না। আমরা শক্ত হাতে গোটা পরিস্থিতির মোকাবিলা করছি।”
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ১১৮ জন গ্রেফতার হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। কয়েকজন গুরুতর আহত। ডিজি বলছেন, “মানুষের জীবন বাঁচানো, সম্পত্তি রক্ষা করা আমাদের কাজ। কিন্তু, সবার আগে গুজব বন্ধ করতে হবে। এখন যা পরিস্থিতি তাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”