নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতেই হিংসা হচ্ছে পশ্চিমবঙ্গে, শনিবার এমনটাই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মুর্শিদাবাদে হিংসা প্রসঙ্গে শনিবার সুকান্ত মজুমদার বলেছেন, “এসব ঘটছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন, তিনি আসন্ন নির্বাচনে ভোট পেতে মুসলিমদের মেরুকরণ করতে চান।”
সুকান্ত মজুমদার আরও বলেছেন, “মমতা শিক্ষকদের চাকরি হারানোর বিষয়টি থেকে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছেন। হিন্দুদের সুরক্ষার জন্য যদি ৩৫৫ এবং ৩৫৬ ধারা বাস্তবায়নের প্রয়োজন হয়, তাহলে সরকারকে তা বাস্তবায়ন করতে হবে। তিনি (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ) বাংলার নেতাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন।”