নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতিতে রেলমন্ত্রীকে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্ত চেয়ে অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা।
শুক্রবার দফায় দফায় অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। আজিমগঞ্জে রেললাইনের ধারে গেটম্যানের অফিসও ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় জেনারেটরে। গুঁড়িয়ে দেওয়া হয় পাওয়ার রুমও। এমন পরিস্থিতিতে রেলমন্ত্রীকে চিঠি দিয়ে শুভেন্দুবাবু লিখেছেন, “ওয়াকফ আইনের প্রতিবাদে একের পর এক রেল স্টেশনে হামলা হয়েছে। রেল স্টেশনের মতো সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে। এতে শুধু জরুরি পরিষেবা বিঘ্নিত হচ্ছে যে তাই নয়, বরং মানুষের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার পক্ষেও এমন আচরণ বিপজ্জনক।”
ওয়াকফ অশান্তির জেরে তপ্ত মুর্শিদাবাদ। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে আজিমগঞ্জে রেল অফিসে ভাঙচুর, কিছুই বাদ যায়নি। এই অবস্থায় শুভেন্দুবাবু চিঠি পাঠালেন রেলমন্ত্রীকে।