নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল হাইকোর্ট। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনে শুক্রবারের পর শনিবারও সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে সামশেরগঞ্জ। শুরু হয় দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ। অবস্থা সামাল দিতে বিএসএফ গুলি চালায় বলে অভিযোগ (Waqf Protest)। এমত অবস্থায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিআরপিএফ মোতায়েনের দাবি তুলেছেন তিনি।
শনিবার ছুটির দিন হলেও জরুরি ভিত্তিতে এই মামলা শোনে বিশেষ বেঞ্চ। এরপরেই বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানি শুরুর পর মুর্শিদাবাদের অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।