নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অশান্ত মুর্শিদাবাদে নামল কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় রাতভর তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, বেশ কয়েক জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদের সুতি ও শামসেরগঞ্জ থানা এলাকায় পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।
অশান্তি কবলিত এলাকায় শুরু হয়েছে কেন্দ্র ও রাজ্যের যৌথ বাহিনীর রুট মার্চ। যেখানেই জটলা কিংবা জমায়েতের খবর আসছে, সেখানেই পৌঁছোচ্ছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। অতি স্পর্শকাতর জায়গা গুলি চিহ্নিত করে আধা সেনা মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদের সুতি ও শামসেরগঞ্জ থানায় জরুরি ভিত্তিতে প্রস্তুত করে রাখা হচ্ছে আধা সেনা। উপদ্রুত এলাকায় রাতভর চলেছে টহলদারিও। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।