নিউজ ডেস্ক: ভয়াবহ আগুন লাগল উত্তর ২৪ পরগনার বনগাঁয়, বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৯টি দোকান। রবিবার ভোররাত ৩.১০ মিনিট নাগাদ বনগাঁর বাটার মোড়ে একটি ব্যাগের দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশেপাশে থাকা দোকানগুলিতে ছড়িয়ে পড়ে।
পাশেই ছিল একটি বাজির দোকান। তাতে আগুন লাগতেই আরও ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পরিস্থিতি খতিয়ে দেখতে যান বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।